নিঃসঙ্গতা
-মোঃ বদিউজ্জামন
———————
বাইরে বাতাস অনেক, ঝড়ো বাতাস
বৃষ্টি ঝড়ছে ,গলিত সাদা রুপোর মতো বৃষ্টি
একটি নেঁড়ি কুকুর ডেকে গেল
অনেকক্ষণ ডাকল
সাড়া নেই সাথী কুকুরের
মরার মতো পড়ে আছে তো আছেই।
দুটি কাক ভিজে ঝপঝপে
ঠোঁটে ঠোঁট মিলিয়ে ভাব বিনিময় করছে
মাঝে মাঝে পাখা ঝাপটে
দুজন দুজনার মধ্যে উষ্ণতা খুঁজছে।
গাছগুলো বাতাসে নুইয়ে পড়ছে
যেন মাটির কাছে কৃতজ্ঞতায় নত হচ্ছে
আবার উঠে দাঁড়াচ্ছে
যেভাবে কখনো কখনো
পরাজিত মানুষও উঠে দাঁড়ায়।
আমি ভাবছি তোমার কথা
সেই কতকাল আগের কথা
হাতে হাত রাখার কথা
চোখে চোখ রাখার কথা
ভাবছি বৃষ্টি ভেজা সকাল,দুপুর
আর গভীর রাতের কথা
আমাদের কত যে কথা ছিল!
তারপর ধীরে ধীরে কথা ফুরালো
স্বপ্নগুলো ম্লান হলো
এক সময় সাদা মেঘের মতো উড়ে গেল
কোথায় যে তারা গেল আর ফিরল না!
ঝড়ের শেষে গাছেরাও উঠে দাঁড়ায়
আপন প্রেরণায়
আমাদের প্রেম এতটাই নিঃশেষ
আর কখনো দাঁড়ানো হলো না
পাশাপাশি, গায়ে গা স্পর্শ করে।
এখন ধূসর সময়
বৃষ্টির উষ্ণ ফোঁটার মতো
শুধু মিলিয়ে যাওয়ার সময়
বড় বেশী নিঃসঙ্গতা
শুধু ধূসর স্মৃতিকাতরতা।