আষাঢ় মাসে বৃষ্টি আসে
সবুজ পাতা মিষ্টি হাসে
বৃষ্টি পড়ে দুর্বা ঘাসে
আমার মনে ছন্দ হাসে।
বৃষ্টি আসে বনে বনে
লাজুক মেয়ে ছিলো মনে
বৃষ্টি দেখে আসলো ধ্যানে
বসত তাহার হৃদয় কোনে।
বৃষ্টি নামে দূর পাহাড়ে
শ্যালিক শ্যামা ফিঙে উড়ে
ভিজে তোমার লাল দোপাট্রা
বৃষ্টি পড়ে ফোটা ফোটা।
বৃষ্টি তুমি তরল রুপা
কেমন আছো সে সুরুপা?
বৃষ্টি নামে ঝিরিঝিরি
হৃদয় মাঝে এসো ফিরি।
বৃষ্টি নামে কাজল গাঁয়ে
আমরা ছিলাম আদুল গায়ে
মাঠে ছিলো লাল ধেনুটি
সেদিন ছিলো বৃষ্টি ছুটি।
পুঁটি খলসে চিংড়ি কুচো
মিষ্টি মেয়ে কি যে খুঁজো?
বৃষ্টি ধারায় ভরল নদী
চিতল কাতল পেতে যদি?
বৃষ্টি ধারায় আঁধার ঘনায়
চিন্তা জাগে মনের কোনায়
সে সুরুপা তোমার সনে
দেখা হবে কোন ফাগুনে?