সময়
হাত নেই পা নেই
মাথা ও নেই কোন
তবু ও গড়ায় সময় অবিরাম।
সময়ের ফুরসৎ নেই
তাকানোর ডান কিংবা বাম।
সময় গড়ায় কি আসলে?
নাকি আমাদের জীবন ফুরায়
আমাদের জীবন ফুরায় পলে পলে।
হিসাবের খাতায় অনেক অঙ্ক করি
কত কিছু ধরি আর
কত কিছু ছাড়ি
তবু সময়ের পায়ে
দিতে নারি বেড়ি।
নিজের জীবন দিয়ে
অন্যের বিনাশ করি
নিজের সময় যেন
মূল্যহীন কানাকড়ি।
জীবন তুমি কি?
কিছু সময়ের যোগফল
অথবা বয়ে যাওয়া এক
নদীর ধ্বনি কলকল।
মহাসময়ের কল ধ্বনির কাছে
আমার জীবনের
আমার সময়ের
কি মূল্য আছে?
তবু জীবন বেয়ে যাওয়া
সময়ের নৌকায়
পাল তুলে হাওয়া।
তবু কর্ম পড়ে থাকা
কর্মীর নিখোঁজ হওয়া।
তবু সময় তোমাকে হয়
না চিরকালের তরে পাওয়া।
হায় সময়
তুমি অমূল্য রতন
সময় থাকতে তোমায়
করি না যতন।