দিশেহারা
-মোঃ বদিউজ্জামান
—————————————
কোথায় যে যাই? কার কাছে যে যাই?
কোথায় লুকাই? সর্বত্র ভয়
কি জানি কি হয়!
কে মারে জানে?
কে কি খাওয়ায় মারার টানে?
দয়ার শরীর, খাওয়ায় ভাত
মেরেই ঘটায় জীবনপাত
আকৃতি মানুষ
পশুরও হীন
হায়রে খোদা
এ কেমন দিন?
মানুষের বেশে শ্বাপদ যত
পায়ে পায়ে হাঁটে বিপদ যত
মানুষ খুঁজে ভগ্ন মনোরথ
কোথায় যে মানুষ? কোথায় যে পথ?
পথ খুঁজে হাঁটি
হেঁটে খুঁজি পথ
ভেবে ভেবে চলি
মনে মনে বলি
কখন যে কে থামায়,
জীবনের রথ?
মানুষের নেই মৃত্যুর গ্যারান্টি
এ কেমন স্বাধীন স্বদেশ?
সবই কী তবে
ভ্রান্তি-বিভ্রান্তি?
“সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই”
এ উপদেশ মুখে আওড়াই
কাজে ভুলে যাই।
ভুলের গদ্যে শুধু ছুটে চলা
নীতিবাক্য, মনুষ্যত্ব, সবই হেঁয়ালী
পায়ে পায়ে ঠেলা
এমনি করে চলবে কত খেলা?
জীবন কী তবে পথের ঢেলা?