হিউমার প্রকাশে বিশ্ব নেতৃবৃন্দ
হিউমার প্রকাশে বিশ্ব নেতৃবৃন্দ
বক্তৃতা বা আলাপ আলোচনার সময় হিউমার প্রকাশে বিশ্বের শ্রেষ্ঠ বাগ্মীরাও ছিলেন অনন্য। আমেরিকার প্রতিষ্ঠাতা পূর্বপুরুষদের অন্যতম বেঞ্জামিন ফ্রাংকলিন আনন্দদায়ক হিউমার প্রকাশের জন্য তাঁর সহকর্মী ও বন্ধুমহলে বিশেষভাবে সুপরিচিত ছিলেন। নিচের ঘটনাটি তাঁর হিউমার প্রকাশের একটি উজ্জ্বল ছবি তুলে ধরেঃ
১৭৮০ সালে আমেরিকার সংবিধান প্রণয়নের পূর্বে আমেরিকা ছিল ঋণে ঋণে জরাজীর্ণ। তাঁর শাসনামলে তিনি একদিন ড. বেঞ্জামিন রাশ (Dr. Benjamin Rush) এবং থমাস জেফারসন (Thomas Jefferson) এর সাথে আড্ডা দিচ্ছিলেন। আড্ডায় নানা প্রসঙ্গে কথা বলতে বলতে তাঁদের আলোচনা ঈশ্বরের পেশা কী ছিল সে বিষয়ে মোড় নেয়।
ড. রাশ পেশায় ছিলেন একজন ডাক্তার। তাই তিনি প্রথমে বললেন, ঈশ্বরের পেশা ছিল তাঁর নিজের পেশা। “সর্বোপরি এটা ছিল একটি সার্জিকাল অপারেশন যা আদমের পাঁজর থেকে ঈভ (হাওয়ার) জন্ম দিয়েছে। ”
কিন্তু জেফারসনের ছিল ভিন্ন মত। যেহেতু তিনি মন্টিসেল্লো নির্মাণ করেছিলেন, তিনি বলেন, “না, এটা ছিল স্থাপত্যবিদ্যা। নিশ্চিতভাবে তিনি ছিলেন একজন স্থাপত্যবিদ যিনি বিশৃঙ্খলার মধ্য থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন।”
এরপর ফ্রাংকলিনের পালা। তিনি গম্ভীরভাবে উত্তর দিয়েছিলেন, “আপনারা দুজনই ভুল করছেন। ঈশ্বরের পেশা ছিল রাজনীতি। মোটের উপর, যাকে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টির কৃতিত্ব দিতে পারেন!”