জর্জ ওয়াশিংটন এর দেহভঙ্গি ও নেতৃত্ব

জর্জ ওয়াশিংটন এর দেহভঙ্গি ও নেতৃত্ব
জর্জ ওয়াশিংটন এর দেহভঙ্গি ও নেতৃত্ব প্রকাশের বহু ঘটনা ইতিহাসে স্মরণীয় ঘটনা হিসেবে লিপিবদ্ধ আছে । তাঁর দেহভঙ্গির একটি ঘটনা এখানে উল্লেখ করা যায়। আমেরিকার স্বাধীনতা লাভরে ১০ বছর পর ১৭৮৬ সালে তাঁর কিছু সামরিক অফিসার তাঁর সরকারের বিরুদ্ধে প্রায় বিদ্রোহ করতে যাচ্ছিলেন। পরবর্তীতে তাঁর দেহভঙ্গি ও নেতৃত্বের কারণেই তারা বিনা বাক্য ব্যয়ে সে ঘটনা ঘটানো থেকে নিবৃত হয়েছিলেন । ঘটনাটি ঘটেছিল ফিলাডেলফিয়া অঙ্গরাজ্য থেকে প্রায় ৩০ মাইল দূরে একটি স্থানে যেখানে কন্টিনেন্টাল আর্মির অফিসাররা তাদের বকেয়া পাওনার দাবিতে সমবেত হয়েছিলেন । সমবেত অফিসাররা ফিলাডেলফিয়া গভর্ণমেন্টের বিরুদ্ধে আক্রমণ করার হুমকিও দিয়েছিলেন । তাদের এ হুমকির কথা জর্জ ওয়াশিংটনের কানে এলে তিনি মাউন্ট ভেরনন নামক স্থান থেকে বিদ্রোহী অফিসারদেরকে মোকাবিলা করার জন্য সড়ক পথে রওনা হন। তিনি বিদ্রোহী আর্মি অফিসারদের জমায়েত স্থানে সাদা স্ট্যালিয়ন গাড়ি থেকে নামেন । আর্মি অফিসারদের সামনে দাঁড়িয়ে বৃদ্ধ জেনারেল তাঁর পোশাকের ভেতর থেকে পূর্বেই প্রস্তুত করা একটি বক্তৃতা বের করেন । তারপর তিনি তাঁর পকেট থেকে কতকগুলো চশমা বের করেন এবং সেগুলোর মধ্য থেকে একটি চশমা চোখে পড়ে তিনি বলেছিলেন, ‘Gentlemen, I must apologize for my spectacles. My eyes have grown old in the service of my country.’
সমবেত আর্মি অফিসাররা ইতিপূর্বে তাঁকে কখনো চশমা পড়তে দেখেননি । তাঁর কথা শুনে অনেকেই কান্না করে ফেলেন । তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের পর সমবেত অফিসাররা ছত্রভঙ্গ হয়ে যার যার গন্তব্যে চলে যান । এভাবে জর্জ ওয়াশিংটনের দেহভঙ্গি ও নেতৃত্বের কাছে সরকার বিরোধী একটি ঘটনার অবসান ঘটেছিল ।
নেতৃত্ব এভাবেও কাজ করে!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *