কবি
কেউ বলে কবি
কেউ বলে কবি না
আমি যে কে ভাই
নিজে তা ভাবি না।
বেদনার কাব্য
আমি কিছু জানি না
কবিতার ছন্দ
তাও আমি মানি না।
হৃদয়ে জ্বালা আছে
আছে অনেক বেদনা
নেই কেউ আশেপাশে
দেবে কিছু সান্ত্বনা।
বেদনার রঙ নেই
আাঁকা যায় ছবিতে
বেদনার রঙে তাই
না লেখা যায় কবিতে।
মানুষ অনেক আছে
ঘুরঘুর করে পাশে
মানুষ তবু নেই
হাত ধরে থাকে পাশে।
মানুষ থাকে সব
মুখোশের আ-ড়ালে
যায় চেনা কে মানুষ
হাতটুকু বাড়ালে।
আগুন জানে শুধু
জ্বলনের জ্বালা কি
কিছু কথা লিখলেই
কবি হওয়া যায় কি?