শব্দই সৃষ্টি
শব্দই জীবন
শব্দে বেঁচে থাকা
শব্দে বিস্ময়
শব্দে অনুরাগ
শব্দে ভালবাসা আঁকা।
শব্দে চেনা
শব্দে অচেনা
শব্দে আপনপর
শব্দে শব্দে ভালবাসা
শব্দে শব্দে বাঁচি
সারা জীবনভর।
শব্দে বাঁচি
শব্দে মরি
শব্দে আপন করি
শব্দে হাসি
শব্দে কাঁদি
শব্দে স্বরুপ ধরি।
চেনা মানুষের
অচেনা স্বরুপ
শব্দে প্রকাশ পায়
যত বুজরকি
যত ঝাড়িঝুরি
শব্দ জানান দেয়।
শব্দে খেলা
শব্দের খেলায়
মানুষ অমানুষ হয়
সত্যিকারের স্বরুপ যত
শব্দে প্রকাশ পায়।