শব্দ শব্দ খেলা

শব্দই সৃষ্টি

শব্দই জীবন

শব্দে বেঁচে থাকা

শব্দে বিস্ময়

শব্দে অনুরাগ

শব্দে ভালবাসা আঁকা।

 

শব্দে চেনা

শব্দে অচেনা

শব্দে আপনপর

শব্দে শব্দে ভালবাসা

শব্দে শব্দে বাঁচি

সারা জীবনভর।

 

শব্দে বাঁচি

শব্দে মরি

শব্দে আপন করি

শব্দে হাসি

শব্দে কাঁদি

শব্দে স্বরুপ ধরি।

 

চেনা মানুষের

অচেনা স্বরুপ

শব্দে প্রকাশ পায়

যত বুজরকি

যত ঝাড়িঝুরি

শব্দ জানান দেয়।

 

শব্দে খেলা

শব্দের খেলায়

মানুষ অমানুষ হয়

সত্যিকারের স্বরুপ যত

শব্দে প্রকাশ পায়।

 

বধিরতা

মাঝে মাঝে ভাবি আমি

বধিরতা অভিশাপ নয়

মানব জীবনে

বধিরতাও প্রয়োজন হয়।

 

শ্রবনেন্দ্রিয় সক্রিয় থাকলে

কত না অযাচিত কথা

ভান করে শুনতে হয়।

মাঝে মাঝে আমি ভাবি

বধিরতা মন্দ নয়।

হৃদয় শিলা

মখমলেতে দেহ তোমার মোড়া

মুখেতে অনেক কারুকার্য করা

কথায় তোমার শুধু চাতুরি ভরা

লেবাস তোমার প্রভাব বিস্তার করা

দৃষ্টিতে তোমার ছলচাতুরি

অনেক কঠিন পড়া।

 

মগজে তোমার দুষ্টবুদ্ধি

অনেক আছে ভরা

বন্ধু তুমি পাকা খেলোয়ার

খেলো ছলের খেলা

খেলতে খেলতেই ফুরিয়ে যায়

জীবন নামের বেলা।

 

হৃদয় তোমার

হৃদয় তো নয়

আদ্যিকালের পাষাণ

নরক আগুনে পোড়া

 

কালো পাথর,

কঠিন শিলা

বড়ই কঠিন

চূর্ণ করা।

মানুষ তুমি বাঁচবে কতকাল

বসন্ত ফিরে ফিরে আসবে অনাগত কাল

গাছে গাছে আসবে নতুন কিশলয়

নতুন পুষ্প পল্লবে সাজবে ধরণী তল

নভোমন্ডল সাজবে

কত না রঙে অনন্তকাল।

শুষ্ক গাছেও আসবে নতুন কুঁড়ি

ফুটবে পুষ্পমঞ্জরি

মুকুলিত হাওয়ায়

জুড়াবে নতুন মানুষের প্রাণ।

প্রকৃতি ও মানুষ গাইবে

নবজীবনের নতুন মূর্ছনা ও গান।

বহুক্ষত বুকে নিয়ে

পৃথিবী আ-বার সবুজ হবে

নূতন প্রভাতের আবাহনে

জাগবে নতুন প্রাণ।

সুনীল আকাশ সুনীল সাগর

ভূবনজুড়ে রাজ্যনগর

পলাশ শিমুল বকুল কদম

বন-বনানী গন্ধমাদন

থাকবে তারা অনাদিকাল।

মানুষ তোমার আয়ু কত?

মানুষ তুমি,থাকবে কোথায়?

মানুষ তুমি,বাঁচবে কতকাল?