হৃদয় শিলা
মখমলেতে দেহ তোমার মোড়া
মুখেতে অনেক কারুকার্য করা
কথায় তোমার শুধু চাতুরি ভরা
লেবাস তোমার প্রভাব বিস্তার করা
দৃষ্টিতে তোমার ছলচাতুরি
অনেক কঠিন পড়া।
মগজে তোমার দুষ্টবুদ্ধি
অনেক আছে ভরা
বন্ধু তুমি পাকা খেলোয়ার
খেলো ছলের খেলা
খেলতে খেলতেই ফুরিয়ে যায়
জীবন নামের বেলা।
হৃদয় তোমার
হৃদয় তো নয়
আদ্যিকালের পাষাণ
নরক আগুনে পোড়া
কালো পাথর,
কঠিন শিলা
বড়ই কঠিন
চূর্ণ করা।