বধিরতা
মাঝে মাঝে ভাবি আমি
বধিরতা অভিশাপ নয়
মানব জীবনে
বধিরতাও প্রয়োজন হয়।
শ্রবনেন্দ্রিয় সক্রিয় থাকলে
কত না অযাচিত কথা
ভান করে শুনতে হয়।
মাঝে মাঝে আমি ভাবি
বধিরতা মন্দ নয়।
মাঝে মাঝে ভাবি আমি
বধিরতা অভিশাপ নয়
মানব জীবনে
বধিরতাও প্রয়োজন হয়।
শ্রবনেন্দ্রিয় সক্রিয় থাকলে
কত না অযাচিত কথা
ভান করে শুনতে হয়।
মাঝে মাঝে আমি ভাবি
বধিরতা মন্দ নয়।