দৃষ্টিবান অন্ধ
দৃষ্টিবান অন্ধ
– মোঃ বদিউজ্জামান
——————-
এখন অন্ধরাই ভালো দেখে
দৃষ্টিবানদের তুলনায়
তারা দেখে অনুভূতির দৃষ্টি দিয়ে,
দৃষ্টিবানেরা আছে মহাসংকটে
বহুবর্ণে দেখার যন্ত্রণা নিয়ে।
আমরা অনেকেই আছি
এমন সংকটের সিঁড়িতে দাঁড়িয়ে
কী যে হয় আমাদের দৃষ্টির!
রৌদ্রজ্জ্বল দিনেও
আনাগোনা দেখি বৃষ্টির।
শুনেছি ইতিহাসে
সত্য বাবু প্রায়ই মারা যায়
তা ইতিহাস তো বহুত ভজঘট বিষয়
আমরা এই নাদান মানুষেরা
কেন যে দৃষ্টিহারাই ক্ষণে ক্ষণে
জানি না, কী যে কী আশায়!
দৃষ্টিবান অন্ধকে নিয়ে
আমার ভীষণ ভয়
এরা কখন যে বন্ধু
আর কখন যে শত্রু হয়
কখন যে নির্মম নিষ্ঠুরতায়
আবর্জনা ভেবে
ময়লার গাড়িতে তুলে দেয়
দৃষ্টিবান অন্ধকে নিয়ে তাই
আমার ভীষণ ভয়।
সম্মাানিত সুধিজনের কাছে
আমার জানতে ইচ্ছে হয়
খুব বেশী জানতে ইচ্ছে হয়
দৃষ্টিবান অন্ধরা কী আপন হয়?
তারা কী দেশপ্রেমিক হয়?
তারা কী বিবেকের তাড়নায়
আমাদের দুঃখে পীড়িত হয়?
তারা কী সময়ের চাকায়
শুধুই আয়েশী সওয়ারী হয়?
কি বিস্ময়!দৃষ্টিবান অন্ধরাই
হেঁটে চলে সুবর্ণ সিঁড়িতে,
যখন সত্যের সূর্য অস্ত যায়
অসময়ে,অবেলায়।