পথের পথিক
পথে পথে হাঁটাহাঁটি
পথের মানুষ পথে থাকি
পথের মাঝে রত্ন খুঁজি
পথকেই আমি আপন বুঝি।
পথের মাঝে রত্ন খোঁজা
নয়তো কভু সহজ সোজা
তবু থাকি পথে পথে
পথ চলাতে মজা আছে।
পথ হাঁরায়ে পথ খুঁজি ভাই
পথের দিশা কাকে শুধাই
সবাই পথিক পথহারা ভাই
পথের দিশা কাহারও নাই।
ভ্রান্ত পথিক ভ্রান্ত পথে
চলছে ছুটে দিবারাতে
পথিক সবাই ছুটছে শুধু
জীবনখাতা মরু ধুধু।